লকডাউনে মেহেরপুরে কর্মহীন পরিবাররের মাঝে নগদ অর্থ ও ত্রান সামগ্রী বিতরণ

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ১১ জুলাই ২০২১, ০৯:১৪ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮

কোভিড-১৯ দূর্যোগ মোকাবিলায় চলমান লকডাউনে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেরিত নগদ অর্থ ও ত্রান সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।

মেহেরপুর পৌর এলাকার কর্মহীন, চা বিক্রেতা, ফুচকা বিক্রেতা, সেলুন কর্মী, ফেরিওয়ালা, তালিকাভূক্ত ভিক্সুকদের মাঝে ১০ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ২ লিটার সোয়াবিন তেল, ২০০ গ্রাম সেমাই, ২ কেজি আলুসহ সাবান, মাস্ক ও নগদ ৫শ টাকা করে বিতরন করা হয়।

শনিবার দুপুরের দিকে মেহেরপুর পৌর এলাকার ৩শ জনের মধ্যে মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, পৌরসভার প্রধান নিবার্হী কর্মকর্তা মেহেদী হাসান, ওয়ার্ড কাউন্সিলর মীর জাহাঙ্গীর আলম, আল মামুন, শাকিল রাব্বি ইভান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত