লকডাউনের পঞ্চম দিনে মানুষের মধ্যে সচেতনতা কমেছে
প্রকাশ: ২৭ জুলাই ২০২১, ১৩:১০ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৫
কঠোর লকডাউনের পঞ্চম দিনে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পরও মাদারীপুরে স্বাভাবিক দিনের মতোই চলাচল করছে ছোট ছোট যানবাহন ও ঘর থেকে বের হচ্ছে মানুষ। বাস বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে অন্য সকল পরিবহন। মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট থাকা সত্তে¡ও জনসাধারণ ঘর থেকে বের হয়েছে। শহরের নিত্য-প্রয়োজনীয় দোকান ছাড়াও খোলা রয়েছে অনেক দোকান-পাট।
অপরদিকে, বাংলাবাজার ফেরিঘাটে জরুরী ও পণ্যবাহী যানবাহন নিয়ে চলাচল করা ফেরিতে পাড় হচ্ছে শত শত মানুষ। বিভিন্ন উপায়ে দক্ষিণা লের মানুষ বাংলাবাজার ঘাটে এসে ঢাকার উদ্দেশ্যে ফেরিতে পারাপার হচ্ছে। পাড় হচ্ছে মোটর সাইকেল ও ব্যক্তিগত প্রাইভেটকার।
বাংলাবাজার ঘাট ম্যানেজার সালাউদ্দিন আহমেদ জানান, সীমিত আকারে জরুরী ও পণ্যবাহী যানবাহন নিয়ে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ৮টি ফেরি চলাচল করছে।
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯৩ জন। শনাক্তের হার ২৩.৯০ ভাগ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত