লকডাউনেও বইমেলা চলবে ৫ ঘণ্টা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৪ এপ্রিল ২০২১, ১৩:৫৪ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৭:১৭

করোনাভাইরাসের সংক্রমণের বর্তমান পরিস্থিতি ও সরকারের লকডাউনের সিদ্ধান্তের প্রেক্ষিতে অমর একুশে বইমেলা প্রতিদিন বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। রবিবার (৪ মার্চ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণের বর্তমান পরিস্থিতি ও সরকারের লকডাউনের সিদ্ধান্তের প্রেক্ষিতে অমর একুশে বইমেলা প্রতিদিন বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বইমেলার কার্যক্রম এভাবেই চলবে।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামীকাল সোমবার থেকে সাত দিন গণপরিবহন চলাচল বন্ধের পাশাপাশি বাজার-মার্কেট, হোটেল-রোস্তোরাঁসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত