রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ১১:৫১ |  আপডেট  : ২৪ জানুয়ারি ২০২৫, ১৭:১৬

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান ম্যারি ট্রেভেলিয়ানসহ চার সদস্যের প্রতিনিধি দল। 

প্রতিনিধি দলটি শনিবার (১১ মার্চ) সকালে কক্সবাজার পৌঁছে সরাসরি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা দেয়। এ সময় তারা উখিয়ার তিনটি ক্যাম্প পরিদর্শন করেন। ক্যাম্পে চলমান বিভিন্ন সংস্থার কার্যক্রমের খোঁজ নেন। পাশাপাশি রোহিঙ্গা নারী এবং শিশুদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। 

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যান ম্যারি ট্রেভেলিয়ান। অন্য সদস্যরা হলেন- অ্যান ম্যারির ব্যক্তিগত সহকারী শাওমা মহাপত্র, ঢাকায় যুক্তরাজ্যের দূতাবাসের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন প্রমুখ। 

শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানান, যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী অ্যান ম্যারি প্রথমে উখিয়ার ৮ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন। পরে তারা ১৮ ও ২০ নম্বর এক্সটেনশন ক্যাম্প পরিদর্শন করেন। প্রতিমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে যুক্তরাজ্য সরকারের সহায়তায় পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ক্যাম্পে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কার্যক্রমের খোঁজ নেন। পাশাপাশি রোহিঙ্গা নারী ও শিশুদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। পরে তিনি জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপির আউটলেট ডিস্ট্রিবিউশন সেন্টার পরিদর্শন করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত