রোববার স্কুল-কলেজে ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালনের নির্দেশ  

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ১২:২৯ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৮

সারাদেশের সব স্কুল-কলেজে রোববার ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির এক আদেশে বলা হয়, শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে রোববার সব স্কুল-কলেজকে সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করতে হবে।‘শব্দদূষণ বন্ধ করি, নিরব মিনিট পালন করি ’স্লোগানকে সামনে রেখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হবে।

এর আগে, গত ১২ অক্টোবর পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ জানান, শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে রাজধানীতে রোববার এক মিনিট শব্দহীন কর্মসূচি পালন করা হবে।

এদিন ঢাকার শহরের ১১টি গুরুত্বপূর্ণ স্থানে সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিশেষ কর্মসূচি পালন করা হবে। এসব স্থানে মন্ত্রণালয়ের মন্ত্রী, উপমন্ত্রী, সচিবসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ সময় তারা গাড়ি চালকদের এক মিনিট হর্ন বাজানো থেকে বিরত থাকার আহ্বানের পাশাপাশি শব্দ সচেতনতামূলক লিফলেট, স্টিকার বিতরণ করবেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত