রেল পুলিশের অভিযানে চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার  

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২২, ১৯:৩৬ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ১৪:১৪

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার সকালে সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে অভিযান চালিয়ে ৩০ মিনিটের ব্যবধানে সাদ্দাম হোসেন (২২) ও রাসেল আলী (৪০) নামের চোর চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এর আগে সান্তাহার স্টেশন প্লাটফর্মে এলাকায় বিশেষ এক অভিযান চালিয়ে বিপ্লব হোসেন (৩৫) নামের আরও এক সক্রিয় চোর সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো, বগুড়ার আদমদীঘি থানার ফরিদ ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২২), জয়পুরহাট জেলার সদর থানার শান্তিনগর এলাকার মৃত গাজী মোতালেবের ছেলে রাসেল আলী (৪০) ও নওগাঁ জেলার সদর থানার মৃত তোরাব আলীর ছেলে বিপ্লব হোসেন (৩৫)।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক ৩টি বিশেষ অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আদমদীঘি থানায় ০১ টি চুরির মামলা, বিপ্লব হোসেনের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় ০২ টি চুরির মামলা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা ও  রাসেলের বিরুদ্ধে জয়পুরহাট থানায় চুরির মামলা আছে। গ্রেপ্তারকৃতদের  শনিবার দুপুরে  বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত