রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের পুনর্মিলনী
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৯ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০২:৪৮
বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সার্কেলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের উদ্যোগে পূর্ণমিলনীর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে সান্তাহার রেলওয়ে ওয়াহেদ বক্স মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্ত এস আই আব্দুস শুকুর আলীর সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারি কমানন্ডড্যন্ট ওসমান গুনি মন্ডল, শাহ জামাল আলী শেখ, আব্দুস সাত্তার, আবু হেনা শাহ আলম, অবসরপ্রাপ্ত সিপাহী আনিছুর রহমান, সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নূর-এ নবী প্রমূখ। অবসরে যাওয়া শতাধিক কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সভায় চাকরি জীবনের স্মৃতিচারণ এবং আগামী দিনে বিশাল পরিসরে পূর্ণমিলনী করার আলোচনা করা হয়। আলোচনা শেষে প্রয়াত সহকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে। উল্লেখ্য, ২০২০ সাল থেকে অবসরপ্রাপ্তদের এই মিলন মেলার আয়োজন শুরু হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত