রুদ্ধশ্বাস জয়ে কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়া, কপাল পুড়লো পেরুর
প্রকাশ: ১৪ জুন ২০২২, ০৯:৪৬ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০০
টানটান উত্তেজনার ম্যাচে কেউ কাউকে একটুও ছাড় দেয়নি। বারবার সময় বাড়িয়েও সমতায় শেষ হয়েছে ম্যাচ। তাই ভাগ্য নির্ধারণীর জন্য টাইব্রেকারকেই বেছে নিতে হয় ম্যানেজম্যান্টের। আর সেখানেই জিতলো অস্ট্রেলিয়া। হারলো লাতিন আমেরিকার দেশ পেরু।
টাইব্রেকারে পেরুকে হারিয়ে টানা পঞ্চমবারের মত বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিল এশিয়া অঞ্চলের দেশ অস্ট্রেলিয়া। কাতার বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় অস্ট্রেলিয়া খেলবে গ্রুপ ‘ডি’তে। সেখানে লড়তে হবে চ্যাম্পিয়ন ফ্রান্স, ডেনমার্ক ও তিউনিসিয়ার বিরুদ্ধে।
শুধু গোলকিপার নন, টাইব্রেকারে জয়ের কৃতিত্ব পাচ্ছেন কোচও। যার সিদ্ধান্তে ম্যাচের শেষ মুহূর্তে গোলকিপার বদলি করে বাজিমাত করেছে অস্ট্রেলিয়া। ১২০ মিনিটের মাথায় ম্যাথিউ রায়ানকে তুলে আন্দ্রে রেডমাইনেকে নামায় অস্ট্রেলিয়া। পেরুর ষষ্ঠ শট দুর্দান্তভাবে ঠেকিয়ে অস্ট্রেলিয়াকে নিয়ে যান কাতারে।
সোমবার (১৩ জুন) রাতে কাতারের আল রায়ান স্টেডিয়ামে আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে টাইব্রেকারে পেরুকে ৫-৪ ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে নির্ধারিত নব্বই মিনিট এবং অতিরিক্ত ত্রিশ মিনিট গোলশূন্য সমতায় ছিল।
ভাগ্য নির্ধারণীর প্রথম শটেই ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। এরপর পেরু টানা দুটি শট লক্ষ্যে রাখলেও তৃতীয় শট জালে জড়াতে ব্যর্থ হলে জমে ওঠে টাইব্রেকার। একপর্যায়ে ৪-৪ সমতায় চলতে থাকে। অস্ট্রেলিয়া ষষ্ঠ শট জালে জড়ালেও পেরুর শট দারুণভাবে আটকে দেন বদলি নামা গোলকিপার রেডমাইনে। এরপরেই আনন্দে ভাসে অজি ফুটবলাররা।
এর আগের টানা চার বিশ্বকাপেই খেলেছে অজিরা। এবার তাদের ষষ্ঠ বিশ্বকাপ যাত্রা। ২০১৮, ২০১৪, ২০১০ ও ২০০৬ বিশ্বকাপের আগে ১৯৭৪ জার্মানি বিশ্বকাপে অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ার।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত