রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের দাবীতে কাউনিয়ায় কেন্দ্রীয় ছাত্রদলের লিফলেট বিতরণ

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১৯:১৪ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবীতে রংপুরের কাউনিয়া উপজেলার প্রাণকেন্দ্র বাসস্টান্ড মোড় সহ উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করেন কেন্দ্রীয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার বিকালে লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক শ্যামল মালুম, রংপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আবতাবুজ্জাম সুজন, উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ মোজাহারুল আলম বাবলু, যুগ্ন আহবায়ক আব্দুর রহিম, জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আকাশ, বালাপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহাজাহান মিয়া, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আঃ রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ন আহবায়ক আলমগীর বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোসাব্বের, জেলা ছাত্রদলের সদস্য আমিনুল, কাউনিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক তরিকুল, সদস্য সচিব আপেল, যুগ্ন আহবায়ক মাসুম প্রমূখ। লিফলেট বিতরণ শেষে পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত