রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর দাফন সম্পন্ন
প্রকাশ: ১ জুলাই ২০২২, ১৯:৩৪ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০২:০৩
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর দাফন সম্পন্ন। (১ জুলাই) শুক্রবার সকাল ১০ টায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গোসাইরচর সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে পাইলট হাইস্কুলের মাঠে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর নামাজের জানাজার আগে গজারিয়া থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর দাফন সম্পন্ন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী মাজিস্ট্রেট (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা, গজারিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, বীর মুক্তিযোদ্ধা রফিক আহমেদ, মোঃ কামরুজ্জামান রতনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ জুন) তিনি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত