রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে নরেন্দ্র মোদি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ২১:২০ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৩

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার পর তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে ৭টার দিকে বঙ্গভবনে এসে পৌঁছান নরেন্দ্র মোদি। এ সময় বঙ্গভবনে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৈঠকে তারা দুই দেশের সম্পর্ক, উন্নয়ন, অগ্রগতিসহ নানা বিষয় নিয়ে আলাপ করেন। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গভবনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

দুদিনের সফরে ঢাকায় অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তার এই সফর।

গতকাল (শুক্রবার) তিনি ঢাকায় এসে পৌঁছান। আজ রাতেই ঢাকা ত্যাগ করবেন নরেন্দ্র মোদি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত