রাষ্ট্রপতির অপসারণের দাবিতে গজারিয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১০:০৫ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২০:৪৮
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা রাষ্ট্রপতি শাহাবুদ্দীন চুপ্পুর অপসারণের দাবিতে ছাত্রদল,যুবদল, সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ইমামপুর ইউনিয়নের রসুলপুর বাজার থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ।
এ সময় উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুর রহমান রিফাত বলেন,দীর্ঘ সতেরো বছর একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এদেশের মানুষকে সংগ্রাম করতে হয়েছে। ফ্যাসিবাদী সরকার ষোল কোটি মানুষের মুখের ভাষা কেরে নিয়েছে। ভোটের অধিকার কেরে নিয়েছে। তাছাড়া ছাত্রলীগকে নিষিদ্ধ করায় সাধুবাদ জানিয়ে তিনি আরে বলেন আওয়ামী লীগের যত অংঙ্গসহযোগী সংগঠন রয়েছে। তার মধ্যে ছাত্রলীগ নামের সন্ত্রাসী এই সংগঠন বিএনপিসহ সাধারণ নাগরিকদের উপর সব থেকে বেশি জুলুম অত্যাচার করেছে। ক্ষমতা চিরস্থায়ী করার জন্য এমন কোনো পৈশাচিক আচরণ করা বাদ রাখেননি তারা। তারি দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দীন চুপ্পু স্বৈরাচারী আওয়ামী লীগের কোন দোসর রাষ্ট্রের কোন পদে দেখতে চায় না সাধারণ ছাত্রজনতা। অনতিবিলম্বে শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করতে হবে। জনগণের দীর্ঘ সতেরো বছরের ক্ষোভ বিস্ফোরিত হয় পাঁচ আগস্ট। যার ফলে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে হয়।
গজারিয়া উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মারুফ মিয়াজী বলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে মিথ্যাচার করে দেশে আরেকটি বিশৃঙ্খলা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছেন। এই মিথ্যাবাদী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অনতিবিলম্বে অপসারণ করতে হবে। সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের দোসরা এখনো বুকটান করে হাটেবাজারে ঘুরাফেরা করে প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যাবস্থা নেওয়া হচ্ছে না কেন। তারা সুযোগ পেলেই আবারও যে কোনো ধরনের অরাজকতার সৃষ্টি করবে। এ সময় আরো উপস্থিত ছিলেন ইমামপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিব, টেংগারচর ইউনিয়ন ছাত্রদল নেতা রাকিবসহ প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত