রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের ১৩ হাজারের বেশি সেনা নিহত
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২২, ১১:০২ | আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৩৪
ইউক্রেন যুদ্ধে এ নিয়ে ১৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। আর রাশিয়ার ১০ হাজার সেনা নিহত হয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে ১০ থেকে ১৫ হাজারেরও বেশি রুশ সেনা।
এ তথ্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলাক। দেশটির একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারের সময় এ সংখ্যা প্রকাশ করেন তিনি। তবে এ তথ্য এখনও নিশ্চিত করেনি ইউক্রেনের সেনাবাহিনী।
গত জুনে পোদোলাক জানান, রাশিয়ার হামলায় দিনে একশো থেকে দুইশো সেনা নিহত হচ্ছে।
এদিকে গত মাসে যুক্তরাষ্ট্রের জেনারেল মার্ক মিলে বলেন, ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত রাশিয়ার ১০ হাজার এবং ইউক্রেনের ১০ হাজার সেনা হতাহত হয়েছে।
গত বুধবার এক ভিডিওবার্তায় ইইউ কমিশনের প্রধান দাবি করেন, ইউক্রেন যুদ্ধে ১ লাখ সেনা নিহত হয়েছে। পরে তা সংশোধন করে জানানো হয়, এটি আহত এবং নিহতের সংখ্যা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত