রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৭ লাখ টাকার তামার তারসহ আটক ২

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২, ১৯:৪৮ |  আপডেট  : ২৬ জানুয়ারি ২০২৫, ০৬:২০

বাগেরহাটের রামপালে বাংলাদেশ – ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের তামার তারসহ ২ চোরকে আটক করেছে আনসার সদস্যরা। বুধবার (২৪ আগস্ট) গভীর রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল ফটকের সামনে থেকে ট্রাকসহ দুই চোরকে আটক করা হয়। পরবর্তীতে অভিনব কায়দায় চেসিসের ভেতরে বহনকরা চারশ’ কেজি তামার তার উদ্ধার করে আনসার সদস্যরা। যার বাজার মূল্য ৭ লাখ ৪৫ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক রামপাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।আটককৃতরা হলেন, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার সরদারপাড়া গ্রামের মৃত: নজর“ল ইসলামের ছেলে ট্রাক চালক মো: কামাল হোসেন (৪৪) এবং তার সহযোগী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভবোনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো: মেহেদী হাসান (১৮)।

৩ আনসার ব্যাটালিয়নের অধনায়ক উপ-পরিচালক চন্দন দেবনাথ বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা খুব পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে। বুধবার রাতে মূল ফটকে কর্তব্যরত আনসার সদস্যরা ৭ লাখ ৪২ হাজার ২শ’ টাকা মূল্যের তামার তার উদ্ধার করেছে। চুরির সাথে জড়িত দুইজনকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত