রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ ৪ চোর আটক

  বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ০৯:৩৯ |  আপডেট  : ২৮ জানুয়ারি ২০২৫, ১৩:৫৬

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ চার চোরকে আটক করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ কেন্দ্রের মুল ফটকে চোরাই তামার তারবহনকারী ট্রাকসহ চোরদের আটক করা হয়। মামলা দায়ের পূর্বক আটককৃতদের রামপাল থানায় হস্তান্তর করেছে আনসার সদস্যরা।

আটককৃতরা হলেন, ট্রাকের চালক রামপাল উপজেলার বর্ণি গ্রামের মিশারুল ইসলাম হাওলাদার (২৪),মানিকপুর গ্রামের ইমরান তরফদার (৪২), সুলতানিয়া গ্রামের সাইফুল শেখ (২৬) ও ট্রাকের হেলপার মোরেলগঞ্জের জিউধারা গ্রামের ফুল মিয়া। উদ্ধারকৃত ৪০ কেজি তামার তারের আনুমানিক মুল্য ৭২ হাজার টাকা।

আনসার ব্যাটালিয়ন খুলনা-৩ এর অধিনায়ক চন্দন দেবনাথ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি তল্যাসি করে চোরাইকরা তামার তার উদ্ধার করা হয়। বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধারকৃত মালামাল ও চোরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত