রামপালে ছাত্রদল নেতাকে পি‌টি‌য়ে‌ছে সা‌বেক ইউ‌পি সদস্য

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ২০:৩৪ |  আপডেট  : ২৪ জানুয়ারি ২০২৫, ১৮:২৪

বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত শেখ (১৯) কে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত রেফাতকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।উপজেলার গৌরম্ভার বর্ণি গ্রামের আবুল হাসান শেখের পুত্র রিফাত শেখ রোববার সকাল ৯ টার সময় বর্ণিত স্কুলের পাশ দিয়ে বাড়িতে ফিরছিলো। এ সময় একই গ্রামের মৃত হাদী মুন্সির পুত্র সাবেক ইউপি সদস্য এনামুল মুন্সি হঠাৎ চড়াও হয়ে রিফাতকে মারধর করে আহত করেন।

রিফাত হোসেন জানান, রাজনৈতিক কারণে পূর্ব শত্রুতার জের ধরে এনামুল মুন্সি তাকে মারপিট করেন। এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য এনামুল মুন্সির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই রিফাত স্কুলের মধ্যে বসে নেশা করছিল। আগেও তাকে নিষেধ করা হলেও সে শোনেনি। তাই তাকে মেরেছি। তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত রামপাল থানায় কোন অভিযোগ বা মামলা দায়ের হয়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত