রানি দ্বিতীয় এলিজাবেথ আর নেই
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৪ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩
যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ আর নেই। বৃহস্পতিবার রাতে দেশটির রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসের তরফে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
মৃত্যুকালে যুক্তরাজ্যে দীর্ঘতম সময় ধরে রানির দায়িত্ব পালন করা এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর।
এর আগে বৃহস্পতিবার বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে রানির অসুস্থতার খবর জানানো হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয় তাকে। রানির পাশে ছুটে আসেন তার সন্তান ও রাজপরিবারের অন্য সদস্যরা।
রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যেই স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদের বাইরে জড়ো হন তার শুভাকাঙ্ক্ষীরা। পুলিশ প্রাসাদগামী রাস্তায় নিরাপত্তা জোরদার করেছে।
বৃহস্পতিবার বাকিংহাম প্যালেস জানিয়েছে, রানি এলিজাবেথ গত বছর থেকে ‘এপিসোডিক মোবিলিটি প্রবলেম’-এ ভুগছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত