রানি এলিজাবেথের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা
 অনলাইন ডেস্ক
  অনলাইন ডেস্ক
                                    
                                    প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৩ | আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৩:৪৩
 
                                        
                                    সদ্য প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের জানান, ব্রিটিশ রানি এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে রাখা শোক বইতে সই করেন প্রধানমন্ত্রী।
শোক বইয়ে স্বাক্ষরের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ হাইকমিশনে রানি এলিজাবেথের ছবিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।
শোক বইতে সই করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন (Robert Chatterton Dickson) এর সঙ্গে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের স্মৃতিচারণ করেন।
ব্রিটিশ হাইকমিশন প্রাঙ্গণে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। এই প্রথম বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে গেলেন।
রানির প্রতি সম্মান দেখানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান ব্রিটিশ হাইকমিশনার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
 
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
            