রাজধানীর যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে রবি-সোমবার
প্রকাশ: ২৯ মে ২০২১, ২০:০৩ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৪০
সংস্কার কাজের জন্য রাজধানীর আদাবর-শেখেরটেকসহ কিছু এলাকায় পরপর দুইদিন গ্যাস সরবরাহ কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব বাইতুল আমান হাউজিংয়ের গ্যাস সঙ্কট দূর করতে ট্রায়াল গ্যাস শাটডাউন কাজের জন্য রবিবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত এবং পরদিন সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস বন্ধ থাকবে।
শেখের টেক, আদাবর, নবায়তুল আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং ও সংলগ্ন এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ এ সময় বন্ধ থাকবে এবং পার্শ্ববর্তী এলাকায়ও গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত