রাজধানীর বায়তুল মোকাররমের স্বর্ণের মার্কেটের দ্বিতীয় তলায় আগুন
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ১৫:৩৭ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০৫:৩৩
রাজধানীর বায়তুল মোকাররমের স্বর্ণের মার্কেটের দ্বিতীয় তলায় বিদ্যুতের লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
সোমবার দুপুর ২টা ৫২ মিনিটে আগুনের সংবাদ পাওয়া যায় বলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ যুগান্তরকে জানিয়েছেন।
তিনি বলেন, আগুনের খবর জানা মাত্রই ঘটনাস্থলের উদ্দেশে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত