রাজধানীর উত্তরায় চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু
প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪৩ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬
রাজধানীর উত্তরায় জয়নাল মার্কেটের সামনে চলন্ত কিশোরগঞ্জগামী ‘এগারো সিন্ধু’ ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সজিব চন্দ্র বর্মন (৩৫) নামে ওই যুবক ট্রেনটির ‘সুরুচি ফাস্ট ফুড’-এ ক্লিনারের কাজ করতেন।
রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর সত্যতা নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান।
দুর্ঘটনার পর ওই যুবকের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছেন উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর। তিনি বলেন, ওই যুবক অসাবধানতাবশত চলন্ত ট্রেনের দরজা দিয়ে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান।
সজিব চন্দ্র গাজীপুরের কাপাসিয়া উপজেলার গোড়সাপ গ্রামের মৃত অরুন চন্দ্র বর্মন ও রেখা রানীর ছেলে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত