রক্তাক্ত আগস্ট -বিচিত্র কুমার
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ১৩:৩৫ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:১৯
রক্তাক্ত আগস্ট
-বিচিত্র কুমার
ইতিহাসের পাতা উল্টাতে উল্টাতে,
যেই না আমি পনেরোই আগস্টে দিয়েছি হাত ;
সেই না লেগেছে আমার হাতে কয়েক বিন্দু রক্তের দাগ।
সেখানে,
বইয়ের পাতায় পাতায় রক্তের পাহাড় দাঁড়িয়ে রয়েছে,
প্রতিদিন পূর্বদিগন্তে রক্তিম সূর্য ওঠে ;
লাল পদ্ম লাল গোলাপ রক্ত জবা ফুটে।
ফুল পাখিরা পাতার ফাঁকে লুকিয়ে কথা বলে,
লাল প্রজাপতি ফুরফুরিয়ে উড়ে ;
রক্ত নদী এঁকেবেঁকে চলে।
সেখানে আজও রক্তাক্ত আগস্ট কথা বলে:
চাঁদ তারাদের সাথে।
আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে স্বজনপ্রীতি,
বুকের তাজা রক্ত দিয়ে বাঁধা রয়েছে গীতি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত