রংপুরে যাত্রীবাহি বাস থেকে গাঁজাসহ আটক-২
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ১৩:৪৩ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৪:০৪
কাউনিয়ায় নৈশ কোচ হানিফ পরিবহনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজাসহ তাজুল ইসলাম এবং শহিদুল ইসলাম নামের দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরহাদ মন্ডল এর নেতৃত্বে একদল পুলিশ গত শুক্রবার রাতে কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের নৈশ কোচে তল্লাশি চালিয়ে ড্রাইভারের পাশে রাখা ২টি স্কুল ব্যাগ থেকে প্রায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করে। মাদক কারবারির অপরাধে কোচের ড্রাইভার ও সুপারভাইজার শহিদুল ইসলামকে আটক করে থানা পুলিশ। কোচের ড্রাইভার নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বাংটি হাজিবাড়ি এলাকার মৃত আরব আলীর ছেলে মোঃ তাজুল ইসলাম এবং কোচের সুপারভাইজার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নিলুর খামার এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে শহিদুল ইসলাম। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত হানিফ পরিবহনের ঢাকা মেট্রো-ব-২৩-২৭০৬ নাম্বারের কোচটি জব্দ করে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত