রংপুরে মটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ১২:০১ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২৩:০৫
কাউনিয়ায় টেপামধুপুর রোডের রাজীব গ্রামের কচুকাটা ব্রীজের কাছে রাস্তা পার হওয়ার সময় মঙ্গলবার দুপুরে মটর সাইকেলের ধাক্কায় আজিজুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানাগেছে পশ্চিম রাজীব গ্রামের বাসিন্দা ঝুমুর আলীর পুত্র বৃদ্ধ আজিজুল ইসলাম কাজ শেষে বাড়িতে ফেরার সময় কাউনিয়া-টেপামধুপুর রোডের রাজীব গ্রামের কচুকাটা ব্রীজের কাছে পৌঁছে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত মটর সাইকেল চালক দ্রুত বেগে গিয়ে তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে পাঁচটার দিকে বৃদ্ধ আজিজুল ইসলাম মারা যান। টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত