রংপুরে বিশ্ব মা দিবস পালিত

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ১৪ মে ২০২৩, ১৬:৪৮ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ২৩:০৮

পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক মা। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা, অকৃত্রিম দরদ ও ভালোবাসা। তাইতো মমতাময়ী মায়ের সম্মানে প্রতি বছর মে মাসের ২য় রোববার বিশ্ব মা দিবস পালন করা হয়। তারই ধারাবাহিকতায় কাউনিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিশ্ব মা দিবস রবিবার উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা ও অসহায় গরীব দুস্থ মাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসয় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজ পারভীন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুজ্জামান আজাদ, সহকারী তথ্য প্রোগ্রাম কর্মকর্তা মৃত্যুঞ্জয় কুমার সেন প্রমূখ। আলোচনা শেষে অসহায় গরীব মাদের মাঝে চাল, ডাল, তেল, চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত