রংপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ১১:০৩ |  আপডেট  : ২১ জানুয়ারি ২০২৫, ১৫:৫০

কাউনিয়ায় উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে থানা পুলিশের সহযোগিতায় গত মঙ্গলবার তিস্তা নদী, গোপীডাঙ্গা, আরাজি হরিশ্বর, মৌলভীবাজার সহ বিভিন্ন এলাকার জলাশয়ে অভিযান চালিয়ে ৩১টি নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল জব্দ করা হয়, যার মূল্য প্রায় ১ লাখ ৫৫ হাজার টাকা।

মৎস্য বিভাগ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তিস্তা রেল সেতু সংলগ্ন মাঝ নদীসহ বিভিন্ন জলাশয়ে অভিযান চালিয়ে ৩১টি নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট মোঃ মহিদুল হক এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, থানার এএসআই মোঃ জোবেদ আলী, ইউপি সদস্য আনোয়ার হোসেন। পরে বিকালে নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জালগুলো তিস্তা রেল সেতুর নিচে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় নদী নালা, খাল, বিল ও জলাশয়ে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছে। বিশেষ করে নিষিদ্ধ রিং জাল ব্যবহারে মাছের প্রজনন ক্ষতিগ্রস্থ হচ্ছে। এই অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত