রংপুরে জমি নিয়ে বিরোধ, মহিলা সহ আহত -২৫
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৭ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৭:৪৫
কাউনিয়া উপজেলার তিস্তার চর গ্রামে জমি নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের মহিলা সহ ২৫ জন আহত হয়েছেন। আহতদের রংপুর ও কাউনিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানাগেছে সোমবার সকালে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা গোকুন্ডা গ্রামের বাসিন্দা নায়েব আলীর পার্শ্ববর্তী কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নে তিস্তা নদীতে বিলীন সুভাঘাট গ্রামের জেগে উঠা চরে ভোগদখলীয় পাট বীজ খেতের মাঝে লোকজন নিয়ে আইল বেঁধে জমি দখল করতে যান কাউনিয়া উপজেলার ঢুসমারা গ্রামের বাসিন্দা মনসুর আলীর পুত্র সোহরাব আলী। এখবর পেয়ে তিস্তা গোকুন্ডা গ্রামের তাহের আলী ফকিরের পুত্র মোঃ নায়েব আলী (৫৩) পরিবারের লোকজন নিয়ে তার খেতে গিয়ে আইল বাঁধতে তাদের নিষেধ করেন,শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে নায়েব আলী গ্রুপের ১৩ জন সদস্য আহত হয়। তাদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি কৃতরা হলেন কাউনিয়া হলদী বাড়ি গ্রামের কোব্বাত আলী (৫২), গোকুন্ডা গ্রামের নায়েব আলীর পুত্র মোনতাজ আলী (২৮) ইনতাজ আলী (৩০) শমশের আলীর পুত্র আব্দুল লতিফ (৩৯) আব্দুর রশিদ(৩১) আব্দুল লতিফের স্ত্রী সুন্দরী বেগম (২৯) নায়েব আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৪২) জমির আলীর পুত্র জাহাঙ্গীর আলম (৩৪) কছির উদ্দিনের পুত্র রমজান আলী (৪১) কাউনিয়া উপজেলার ঢুসমারা গ্রামের প্রতিপক্ষের আহত ১১ জনের মধ্যে ৫ জন কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের পক্ষের আহতরা হলেন মনসুর আলীর পুত্র সোহরাব হোসেন (৪৫) রফিকুজ্জল(২৫) সাইদুল ইসলাম (৩০) মোফাজ্জল হোসেনের পুত্র শাহাআলম (৫১) শাহীন (২৮) বাকী আহতদের প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বলেন পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। লিখিত এজাহার পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত