রংপুরে কাউনিয়া-টেপামধুপুর রাস্তা সচল করলো এলসিএস মহিলা কর্মীরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৫ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ১১:০৬

রংপুরের কাউনিয়া উপজেলার সর্বোচ্চ রাজস্ব আয়ের টেপামধুপুর হাট যাওয়ার রাস্তা কয়েকদিন আগে অতিবর্ষনে গাছ উপরে পরে রাস্তার অর্ধেক অংশ ভেঙ্গে পুকুরে পরে যায়। ফলে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হলে বিষয়টি উপজেলা এলজিইডি কর্তৃপক্ষের নজর আসলে দ্রুত সংস্কারের কাজ করে।

সরেজমিনে কাউনিয়া-টেপামধুপুর রাস্তার নিজপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে অতিবর্ষনে রাস্তার ধারের একটি বড় গাছ উপরে পরে রাস্তার অর্ধেক অংশ নিয়ে পুকুরে পরে যায়। সেই ভেঙ্গে যাওয়ায় রাস্তা সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমির ঐকান্তিক প্রচেষ্টায় এলসিএস মহিলা কর্মীদের নিয়ে যোগাযোগ স্বাভাবিক করেন। অটো মালিক সমিতির সভাপতি জানান কাউনিয়া উপজেলা প্রকৌশলীর প্রচেষ্টায় এলসিএস মহিলা কর্মীদের মাধ্যেমে দ্রুত রাস্তা সংস্কার করায় একদিকে যেমন যোগাযোগ স্বাভাবিক হয়েছে অন্যদিকে শতশত অটো মালিক শ্রমিকের আয় বেরেছে। 

উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি জানান কাউনিয়া বাসস্ট্যান্ড হতে টেপামধুপুর গামী রাস্তায় অতিবর্ষনের কারনে ভেঙ্গে যাওয়া রাস্তায় উপজেলা প্রকৌশলী এর কার্যালয়ের এলসিএস মহিলা দ্বারা রাস্তা সংস্কার করি। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত