রংপুরের মেধাবী ছাত্রীর পাশে দাড়ালেন আমেরিকা প্রবাসী গোলাম রাব্বানী

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ১৮:০০ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ১০:১৭

রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাট সদরাতালু গ্রামের দিনমজুর আব্দুল হকের মেয়ে সুমাইয়া আক্তার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তির সুযোগ পেয়েওস টাকা অভাবে ভর্তি হতে পাচ্ছিল না। এই সংবাদ পেয়ে কাউনিয়ার নিজপাড়া গ্রামের আমেরিকা প্রবাসী গোলাম রাব্বানী বাবু তার পাশে দাড়িয়ে তার ভর্তির সমুদয় টাকা প্রদান করেন।

ভর্তি জন্য প্রবাসী গোলাম রাব্বানী বাবু দেয়া টাকা বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে সুমাইয়া আক্তারের হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, আশরাফুল ইসলাম, আনছার আলী, রাশেদুল ইসলাম, কর্মকর্তা ডাঃ সাদিকাতুন তাহিরিণ, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিঞ্চিতা রহমান, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম প্রমূখ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত