রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমারসহ সাতজনকে বদলি

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ১৪:০২ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২১

রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার সহ পুলিশ সুপার পদমর্যাদার সাতজনকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের উপসচিব ধন রঞ্জন দাস স্বাক্ষরিত এক সংবাদ প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। ১৮ অক্টোবর তারিখের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে ও পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি ফেরদৌস আলী চৌধুরীকে রংপুরের পুলিশ সুপার, ফেনী জেলার পুলিশ সুপার খন্দকার নুরন্নবীকে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে ও পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। 

এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার বিজয় বসাককে ঢাকায় সিআইডিতে, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সঞ্জয় সরকারকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে উত্তর পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি সোহেল রানাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে উপ-কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত