রংপুরের কাউনিয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসে যাতায়তের রাস্তার বেহাল দশা

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৫ |  আপডেট  : ২০ জানুয়ারি ২০২৫, ০৪:৩৭

কাউনিয়া উপজেলায় শিক্ষা ব্যবস্থায় যেমন ভঙ্গুর দশা, তেমনি শিক্ষা অফিসে যাতায়তের রাস্তারও বেহাল অবস্থা। উপজেলায় এতো উন্নয়ন হয়েছে অথচ উপজেলা পরিষদের ভিতরে দীর্ঘ দিন ধরেরাস্তার সংস্কার হয় না।

সরেজমিনে উপজেলা পরিষদ ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, মাধ্যমিক শিক্ষা অফিস ও বিআরডিবি অফিস এবং আনসার ব্যারাকে যাতায়তের রাস্তায় পানি জমে বড় বড় গর্তের ফলে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। শিক্ষা অফিস ও বিআরডিবি অফিসে সেবা নিতে আসা মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই। অনেকই মন্তব্য করে বলেছেন, উপজেলায় শিক্ষা ব্যবস্থায় যেমন ভঙ্গুর দশ তেমনি শিক্ষা অফিসে যাতায়তের রাস্তারও বেহাল অবস্থা। 

বিআরডিবি কর্মকর্তা আফসানা জাহান জানান, অফিসে আসতে উপজেলা অডিটরিয়ামের সামনে পানি জমে রাস্তা ভেঙ্গে যাতায়তের চরম দুর্ভোগ পোহাতে হয়। মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আরিফ মাহাফুজ জানান, অফিসের সামনে উপজেলা পরিষদ থেকে ইট বিছিয়ে রাস্তা সচল করলেও রাস্তার মুখে পানি জমে থাকায় যাতায়তে কষ্ট হয়। উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি বলেন, উপজেলা পরিষদের ভিতরের সকল রাস্তা সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠান হয়েছে, অনুমোদন পেলেই কাজ শুরু হবে। উপজেলা পরিষদে সেবা নিতে আসা সাধারন মানুষ দ্রুত রাস্তা সংস্কারের দাবী জানিয়েছেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত