রংপুরের কাউনিয়ায় প্রায় রাস্তার কাজ ৩বছরেও শেষ হয় নি

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ৫ আগস্ট ২০২৩, ১০:২৩ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ২০:৩৭

রংপুরের কাউনিয়ায় প্রায় ৩কোটি টাকায় ৩ বছরের শেষ হয়নি রাস্তা পাকাকরণের কাজ। সড়কের অর্ধেক কাজ করে রেখে দেওয়ায় জনদুর্ভোগ চরমে। এতো দিনেও কাজ শেষ না করায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা গেছে উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টার প্লান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায়, বালাপাড়া ইউনিয়নের রাজেন্দ্র বাজার থেকে কালিরহাট ইন্দ্রারপার পর্যন্ত প্রায় পৌনে ৩কিঃমিঃ সড়ক পাকাকরণের জন্য বরাদ্দ দেয়া হয় ২কোটি ৫১লাখ ৮১ হাজার ৪৫৬টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করার কথা ২০২১ সালে। তাহিতী এন্টারপ্রাইজ কামাল কাছনা, রংপুর ঠিকাদারী প্রতিষ্ঠানটিকাজ শুরু কওে ২০২০ সালের এপ্রিল মাসে। স্থানীয়রা জানায়, সড়কে ইটের খোয়া বিছানোর পর হঠাৎ কাজ বন্ধ হয়ে যায়। সড়কে ইটের খোয়া দেওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মশিউর রহমান মুশি ও শিক্ষক মজিবর রহমান জানান কর্তৃপক্ষের অবহেলায় ২০২০ সালে কাজ শুরু হয়ে ২৩ সাল শেষ প্রায় তবুও সড়কের কাজ শেষ হয় না। কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতায় কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগে চলাচলকারীরা। ভাঙ্গা সড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসীর অভিযোগ তিন বছর ধরে আমরা কষ্ট করে চলছি। আমরাদের কষ্ট কেউ দেখে না। ঠিকাদারি প্রতিষ্ঠান তাহিতী এন্টারপ্রাইজের আঃ রউফ সরকার বলেন, ফান্ড এর কারনে কাজ হচ্ছে না। টাকা দিলেই কাজ করে দিব। উপজেলা প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান জেমি বলেন, ঠিকাদারকে পত্রযোগে কাজটি শেষ করার জন্য বললেও তিনি কর্ণপাত করছেন না। যদি কাজ শুরু না করেন, তাহলে আমরা চুক্তি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। টেন্ডারটি বাতিলের মাধ্যমে পুনরায় টেন্ডার প্রক্রিয়া চলমান। নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক বলেন, উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের সাথে কথা বলে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত