রংপুরের কাউনিয়ায় ক্যান্সার রোগিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ১৬:৩১ | আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০১:১৯
সমাজকল্যান মন্ত্রণালয়ে সরকারি অর্থায়নে রংপুরের কাউনিয়া উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক জনিত প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে ১৫লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মীর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, কুর্শা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, প্রত্যাশা আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সাংবাদিক জহির রায়হান প্রমূখ। এসময় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক জনিত প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত ৩১ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সহায়তার চেক প্রদান করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত