গুণতে হবে ৫০ লাখ ডলার
যৌন হয়রানির মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্প
প্রকাশ: ১০ মে ২০২৩, ১৫:৫১ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১
নব্বই দশকে নিউ ইয়র্কে কলামিস্ট ই জিন ক্যারলকে যৌন হয়রানি ও মানহানির অভিযোগের প্রমাণ পেয়েছে ম্যানহাটনের ফেডারেল আদালতের জুরি বোর্ড। ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ ডলার জরিমানার নির্দেশ দিয়েছেন আদালত। যৌন হয়রানির জন্য প্রথমবার অভিযুক্ত হলেন তিনি। তবে এর বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন। বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
ছয়জন পুরুষ ও তিন নারীর সমন্বয়ে গঠিত জুরি বোর্ড মঙ্গলবার তিন ঘণ্টা আলোচনার পর সিদ্ধান্তে পৌঁছান। রায়ের পর ভুক্তভোগী কলামিস্ট বিবৃতিতে বলেন, 'আজ বিশ্ব প্রকৃত সত্যটা জেনেছে।'
যদিও ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষের অভিযোগ প্রমাণ হয়নি। সিএনএন জানিয়েছে, সম্মতি ছাড়া শারীরিক স্পর্শের জন্য ২০ লাখ এবং মানহানির জন্য ৩০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে হবে।
দুই সপ্তাহ ধরে চলা বিচার কার্যক্রমে অংশ নেননি ট্রাম্প। নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। রায়ের পর ট্রুথ সোশ্যালে বলেন, আমি একদমই জানি না কে এই নারী। এই রায় অপমানজনক। এটি ষড়যন্ত্র।
উল্লেখ্য, ১৯৯৬ সালে নিউ ইয়র্কের একটি ডিপার্টমেন্টাল স্টোরের ড্রেসিং রুমে কলামিস্ট ক্যারলকে যৌন নিপীড়ন করেছিলেন এবং বিষয়টি মিথ্যা হিসেবে আখ্যা দেন ট্রাম্প। এমন অভিযোগ এনে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন ক্যারল।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত