যেই পুলিশ অন্যায়ভাবে গুলি চালিয়েছে তাদের শাস্তি হবে-মান্না  

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২ নভেম্বর ২০২৪, ১৪:০৭ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৮

গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন ভিক্ষুকের মতো মদির পায়ে গিয়ে পড়েছে। আর কোথাও আশ্রয় পাচ্ছে না। দেশেও ফিরতে পাচ্ছে না। যারা ভবিষ্যতে ক্ষমতায় যেতে চান, তাঁদেরকে বলি শেখ হাসিনার পরিনতি থেকে শিক্ষা নিতে হবে।

শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের চালুঞ্জা কালিতলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিজয় সমাবেশে বক্তৃতা কালে তিনি এসব কথা বলেন।

পুলিশ বাহিনী সম্পর্কে মান্না বলেন, পুলিশ জিডি নেয়না। তদন্ত করতে বললে তদন্ত করেনা। ঐ শেখ হাসিনার আমলে জনগনের ওপর অত্যাচার করেছে। মানুষ ক্ষিপ্ত হয়ে পুলিশকে রাস্তায় ফেলে পিটিয়েছে। মারার পর লাশ গাছে টাঙিয়ে রেখেছে। তাঁরা যতো অত্যাচার করেছে, জনগনের রাগ শেষ পর্যন্ত থামাতে পারেনি। বর্তমান সরকার বলেছে, যেই পুলিশ অন্যায়ভাবে গুলি চালিয়েছে তাদের শাস্তি হবে।

মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনুস বলেছেন, বিদেশে পাচার কৃত ২৫ লক্ষ কোটি টাকা ফেরৎ আনা হবে। আমাদের দাবি, যদি ঐ টাকা ফেরৎ আনা হয় তাহলে সেটা গরীবদের কল্যাণে ব্যয় করতে হবে।

আমরা শেখ হাসিনার আমলের নির্বাচনের মতো নির্বাচন চাইনা। যারা ক্ষমতায় আছেন তাঁরা বলেছেন, আগামী বছরের মধ্য হয়তো সুন্দর ভোট দিতে পারবেন। আমরা সেই আশায় করছি।

শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্য আয়োজিত বিজয় সমাবেশ শুরু হয় শুক্রবার বিকেল ৫ টায়। এসময় আরো বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা  নাগরিক ঐক্যের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব আব্দুল বাছেদ বাদশাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত