যুবলীগ নেতার উপর হামলার প্রতিবাদে টঙ্গীবাড়ীতে আওয়ামী লীগের প্রতিবাদ সভা
প্রকাশ: ৩১ আগস্ট ২০২২, ১৯:০৪ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৮:৪৫
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের পদ্মার শাখা নদী থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য মীর হোসেন সিকদারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠন।
হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদার এর সভাপতিত্বে ও ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন দেয়ানের সঞ্চালনায় মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় দাতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম শেখ। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী নেতা,বাবু সিকদার,কাইয়ুম শেখ,আজগর মেলকার,সালাম মেলকার,সাবেক আওয়ামী লীগ নেতা মালেক শেখ,ইব্রাহিম ঢালী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিএম ইকবাল,ছাত্রলীগের সভাপতি সাইফুল দেওয়ান,সাধারণ সম্পাদক নিশাদ মেলকার সহ ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত (২০ আগস্ট ২০২২) পদ্মা নদী থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় টঙ্গীবাড়ী উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য মীর হোসেন সিকদারের উপর হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা নুরুজ্জামান দেওয়ান ও তার ছেলে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাফিউর দেওয়ান গংরা হামলা চালিয়ে আহত করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত