বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ২২ জন নিহত, হামলাকারীর পরিচয় শনাক্ত
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ১২:২৫ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য মেইনের লুইস্টন শহরে হামলা চালানো সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় জানা গেছে। তার নাম রবার্ট কার্ড। তিনি একাই একাধিক স্থানে হামলায় অংশ নিয়েছেন। হামলার ঘটনায় বাসিন্দাদের বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ফেসবুকের এক পোস্টে মেইনের পুলিশ জানিয়েছে, ১৯৮৩ সালের ৪ এপ্রিল জন্ম নেওয়া রবার্ট কার্ড গতরাতে লুইস্টনের একাধিক জায়গায় বন্দুক হামলার ঘটনায় জড়িত ছিলেন। হামলার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছেন। তাকে ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
রবার্ট কার্ডকে ‘সশস্ত্র এবং বিপজ্জনব’ উল্লেখ করে বাসিন্দাদের সতর্ক থাকতে এবং তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় পুলিশ এটিকে সক্রিয় ‘শুটার সিচুয়েশন’ হিসেবে উল্লেখ করেছে। এ কারণে শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
গতরাতে লুইস্টন শহরের একাধিক স্থানে সংঘটিত ভয়াবহ হামলায় এখন পর্যন্ত ২২ জন নিহত হওয়ার খবর দিয়েছে সিএনএন। আহত হয়েছেন আরও ৫০ থেকে ৬০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, লুইস্টন শহরের দুটি পৃথক স্থানে একই বন্দুকধারী গুলি চালায়। তাকে ধরতে অভিযান চলছে এবং ঘটনাস্থলে প্রমাণ সংগ্রহে তদন্ত চলমান।
ঘটনার পরপরই লুইস্টনের বাসিন্দাদের নিজ নিজ অবস্থানে থাকতে বলেছে পুলিশ। প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা এক পোস্টে লুইস্টন পুলিশ বলেছে, ‘যাদের জরুরি সহায়তা ও চিকিৎসা প্রয়োজন তাদের নিরাপদে হাসপাতালে নেওয়া পথ খালি রাখতে দয়া করে রাস্তা থেকে দূরে থাকুন।’
পুলিশ সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে। প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, ওই হামলাকারীর দাড়ি রয়েছে। তিনি ফুলহাতা শার্ট ও জিনস পরে আছেন। রাইফেল হাতে তিনি গুলি করার মতো ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন।
বাসিন্দাদের বাড়িতে থাকার আহ্বান জানিয়ে লুইস্টনের মেয়র কার্ল শেলিন বলেছেন, ‘লুইস্টন আমাদের শক্তি এবং দৃঢ়তার জন্য পরিচিত এবং আগামী দিনে আমাদের উভয়েরই প্রয়োজন হবে। আপনার নিরাপত্তা এবং আপনার চারপাশের লোকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া গুরুত্বপূর্ণ।’
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত