লৌহজংয়ে আসাদুজ্জামান রিপন
যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, তারা ওসমান হাদিকে গুলি করেছে
মিজানুর রহমান ঝিলু
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৩
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, একটি মহল বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর চায় না, একটি নির্বাচিত সরকার দেখতে চায় না, যারা নির্বাচিত পার্লামেন্ট দেখতে চায় না, সেই সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশের নির্বাচনকে বিঘ্নিত করার জন্য চেষ্টা করছে। সেই চেষ্টার অংশ হিসেবেই আজকে ওসমান হাদীকে গুলি করেছে।
শুক্রবার বিকেল পাঁচটার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে চার দফা দাবিতে স্থানীয় নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ সব কথা বলেন তিনি।
ড. আসাদুজ্জামান রিপন আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। সরকার দেশে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। তারিখ ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই একজন প্রার্থীকে সন্ত্রাসীরা গুলি করেছে। এটি কোনো ভালো আলামত নয়। ৫ আগস্ট নানা পর্যায়ে থানা থেকে লুট হওয়া কয়েক হাজার অস্ত্র গত দেড় বছরে উদ্ধারে সরকারের পক্ষ থেকে আমরা কোনো পদক্ষেপ দেখিনি। এমন একটি পরিস্থিতিতে দেশে নির্বাচন শুরু হচ্ছে। আমরা সরকারের কাছে এই সব অস্ত্র উদ্ধারের জন্য আহবান জানাই।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত