যাত্রাবাড়ীতে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে পথচারী নিহত
প্রকাশ: ২ মার্চ ২০২৩, ১৪:৩২ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩
রাজধানীর যাত্রাবাড়ীতে শ্যামলী পরিবহনের বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে জাহিদুল ইসলাম (৩৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হন। পরে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
জানা গেছে, নিহত জাহিদুল ইসলামের বাড়ি মাদারীপুরের রাজৈর থানার কৃষ্ণপুর গ্রামে। তিনি ওই এলাকার মৃত মোস্তফা মোল্লার ছেলে। জাহিদুল পেশায় রং মিস্ত্রি ছিলেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাকিম ঢাকা পোস্টকে বলেন, সকাল সাড়ে সাতটার দিকে শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো- ব-১৪-৬৫৩৯) একটি কাভার্ড ভ্যানকে (চট্টগ্রাম মেট্রো-ট-১২-০১৪৪) পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি উল্টে জাহিদুল ইসলাম নামে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হন।
তিনি বলেন, ফায়ার সার্ভিস এসে কাভার্ড ভ্যান সরিয়ে তার মরদেহ উদ্ধার করে। বাস ও কাভার্ড ভ্যান পুলিশের হেফাজতে আছে। মরদেহটি বর্তমানে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত