যাচাই-বাছাই কমিটির সভাপতিসহ মোড়েলগঞ্জে ৬ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল 

  স্টাফ রিপোটার,বাগেরহাট  

প্রকাশ: ৩ জুন ২০২২, ১৯:৫১ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ০৫:৫৯

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় ভাতাপ্রাপ্ত ৬ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। এদের মধ্যে যাচাই-বাছাই কমিটির সাবেক সভাপতি লাল মুক্তিবার্তার মো. সরোয়ার হোসেনের নামও রয়েছে। যার লাল মুক্তি বার্তা নং-৪০৩০৬০৪৮৮। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখার ১০/৩/২০২২ তারিখের প্রজ্ঞাপন মূলে এবং জামুকার ৭৮তম সভায় ওই ৬ জনের নামে ইস্যুকৃত বেসামরিক ও সামরিক গেজেট বাতিল করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ ৬ জনের নামের ওপর ‘বাতিল’ সিল মেরে দেওয়া হয়েছে। যাচাই-বাছাই কমিটির সাবেক সভাপতি সরোয়ার হোসেনের গেজেটে বাতিল হওয়ায় তারই সভাপতিত্বে ১২০ জন মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই’র ফলাফল নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে। 

জামুকার নির্দেশে তার সভাপতিত্বে ২০২১ সালের ১২ ও ১৩ই ফেব্রুয়ারি মোড়েলগঞ্জের বেসামরিক, সেনা ও বিজিবি গেজেটভূক্ত ও ভাতাভূক্ত ১২০ জন মুক্তিযোদ্ধার দালিলিক প্রমাণ ও সাক্ষ্য যাচাই-বাছাই সম্পন্ন হয়। সেই যাচাই-বাছাইয়ে ক (সর্বসম্মতিক্রমে) তালিকায় ৫৪ জন, খ (দ্বিধাবিভক্ত)-তালিকায় ৩৯ জন ও গ (নামঞ্জুর)-তালিকায় ২৭ জনকে দেখানো হয়েছিল। উক্ত যাচাই বাছাইয়ের আলোকে গত ফেব্রুয়ারি ২০২২ থেকে ৬৫ জন মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন মোড়েলগঞ্জ সোনালী ব্যাংক ব্যবস্থাপক রবিন্দ্র নাথ গাইন।

বছরের পর বছর ধরে মুক্তিযোদ্ধা হিসেবে সকল প্রকার সুযোগ-সুবিধা ভোগ করে আসলেও চলতি বছরের মার্চ মাসে মুক্তিযোদ্ধা গেজেট বাতিল হওয়া মোড়েলগঞ্জের অপর ৫ জন হচ্ছেন মঠবাড়ি গ্রামের তৈয়বুর রহমান (লাল মুক্তিবার্তা নং-০৪০৩০৬০৩৫৪), বড়ইতলা গ্রামের হাফিজুর রহমান কাসেম (লাল মুক্তিবার্তা নং-০৪০৩০৬০০১৬, বেসামরিক গেজেট নং-৩৯১৭), জামুয়া গ্রামের আসাদুজ্জামান (লাল মুক্তিবার্তা নং-০৪০৩০৬০৩৯৪, বেসামরিক গেজেট নং-৩১৮৫), ছোট বাদুরা গ্রামের সার্জেন্ট শেখ মজিবুর রহমান (সেনাবাহিনী গেজেট নং-১০৫২৯) ও দক্ষিণ সুতালড়ী গ্রামের হাবিলদার রুস্তুম আলী (সেনাবাহিনী গেজেট বাগেরহাট নং-৯২৮)।

গেজেটে বাতিল হওয়ার বিষয়ে জানতে চাইলে মোড়েলগঞ্জ মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগ নেতা ও হোগলাবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে তিনি আইনগতভাবে লড়াই করবেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত