যশোর বোর্ডে পাসের হার ৬৪.২৯ শতাংশ
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১২:২২ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯
চলতি বছর যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৪.২৯ শতাংশ।
সারাদেশের ন্যায় মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে ফলাফল ঘোষণা করেন অত্র শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার।
এ বছর যশোর বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ। গত বছর ২০২৩ সালে যশোর বোর্ডে পাসের হার ছিল ৬৯ দশমিক ৮৮ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর এ বোর্ডে পাসের হার কম।
এবারের পরীক্ষায় মোট ১ লাখ ২২ হাজার ৫১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এবং ৭৮ হাজার ৭৬৪ জন উত্তীর্ণ হয়েছেন।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত