‘যতদিন মাদকের চাহিদা থাকবে, ততদিন নিয়ন্ত্রণ-প্রবেশ রোধ করা সম্ভব নয়’

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৯ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ০১:৫০

অবৈধ পারাপার থাকলে সীমান্তে হত্যা বন্ধ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ৯৭তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ প্যারেড পরিদর্শন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন করেন তিনি।

এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম জানান, সীমান্ত হত্যা ও মাদক চোরাচালান এখনও শূন্যের কোঠায় আসেনি, তবে আগের থেকে তা কমে এসেছে। 

বিজিবি মহাপরিচালক আরও বলেন, যতদিন মাদকের চাহিদা থাকবে, ততদিন মাদক নিয়ন্ত্রণ ও প্রবেশ রোধ করা সম্ভব নয়। এসময় মাদক নিয়ন্ত্রণ ও প্রবেশ ঠেকাতে বডার গার্ডের সদস্যদের আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি।

এবার সাতকানিয়া ও চুয়াডাঙ্গা ট্রেনিং সেন্টার থেকে মোট ৮৮৫জন মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন যার মধ্যে ৪৯ জন নারী। কুচকাওয়াজ শেষে অনুষ্ঠিত হয় দৃষ্টিনন্দন ডিসপ্লে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত