মৌসুমী-ওমর সানীর ঘরে এলো পুত্রবধূ
প্রকাশ: ২৯ মার্চ ২০২১, ২১:১৪ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ২১:১৯
বিয়ে করেছেন ঢালিউডের তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর ছেলে ফারদীন এহসান স্বাধীন। সামাজিকমাধ্যমে নববধূর সঙ্গে ছবি শেয়ার করে খবরটি জানিয়েছেন স্বাধীন নিজেই।
ফেসবুক পোস্টের মাধ্যমে স্বাধীন জানিয়েছেন, তাদের বিয়ে সম্পন্ন হয়েছে ২৬ মার্চ। তার স্ত্রী সাদিয়া রহমান আয়েশা জন্মসূত্রে বাংলাদেশি হলেও মূলত কানাডা প্রবাসী আয়েশা। আয়েশার বাড়ি কুমিল্লায়, তবে পড়াশোনা আর বেড়ে ওঠা কানাডাতেই। কয়েক মাস আগে স্বাধীনের সঙ্গে পরিচয় আয়েশার। পরিচয় থেকে বন্ধুত্ব, ভালো লাগা। সেই ভালো লাগার সূত্র ধরেই দুই পরিবারের অলোচনায় ঠিক হয়েছে বিয়ের দিনক্ষণ।
ওমর সানী তার ছেলে বিয়ের খবরটি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ২৬ মার্চ আমার ছেলের আকদ সম্পন্ন হয়েছে। আকদ করে আমরা বউ নিয়ে এসেছি।
সেসঙ্গে নবদম্পতির জন্য দোয়া চাইলেন ওমর সানী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত