মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের পাঁচজন নিহত
প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ১৫:৫২ | আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫
মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে।মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলার পূর্ব গোয়ালবাড়ীর একটি ঘরের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্টে নিহতরা হলেন- ফয়জুর রহমান ( ৫০), তার স্ত্রী শিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া (১৫), সাবিনা (৯) ও ছেলে সায়েম উদ্দিন (৭)। এছাড়াও আহত সোনিয়া আক্তার (১২) -কে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৫টার দিকে ফয়জুর রহমানের বাড়িতে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে পড়ে। এতে ঘর থেকে বের হতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান স্বামী-স্ত্রী সহ তিনজন সন্তান। গুরুতর আহত হয় এক শিশু, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠান।
জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশগুলো জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত