মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের পাঁচজন নিহত

প্রকাশ : 2024-03-26 15:52:27১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের পাঁচজন নিহত

মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে।মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলার পূর্ব গোয়ালবাড়ীর একটি ঘরের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্টে নিহতরা হলেন- ফয়জুর রহমান ( ৫০), তার স্ত্রী শিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া (১৫), সাবিনা (৯) ও ছেলে সায়েম উদ্দিন (৭)। এছাড়াও আহত সোনিয়া আক্তার (১২) -কে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৫টার দিকে ফয়জুর রহমানের বাড়িতে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে পড়ে। এতে ঘর থেকে বের হতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান স্বামী-স্ত্রী সহ তিনজন সন্তান। গুরুতর আহত হয় এক শিশু, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠান।

জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশগুলো জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি চলছে।