মোড়েলগঞ্জে কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও পরিদর্শন  

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ২০:১০ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ২৩:১৫

“শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ" স্নোগানে নানা আয়োজনে মোড়েলগঞ্জ উপজেলায় কমিউনিটি ক্লিনিকের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে নিশানবাড়িয়া ইউনিয়নে সোমাদ্দার খালী কমিউনিটি ক্লিনিকে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়। এ সময় উপস্থিত ছিলেন সোমাদ্দার খালী কমিউনিটি ক্লিনিকের সিএইচ সিপি সোনিয়ার আক্তার, বাদশারহার কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আতিক হোসেন, পশ্চিম সরালিয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রাম ভরত মাঝি। কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বার্ষিকী দিবস পালন ও জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে শিশু, কিশোর ও গর্ভবর্তী নারীদের পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়। এ ছাড়াও তিনি  বেশ কয়েকটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত