মোরেলগঞ্জে প্রতিপক্ষের হামলায় কৃষক আহত, হাসপাতালে ভর্তি

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২ ডিসেম্বর ২০২২, ১৯:২৫ |  আপডেট  : ৩১ জানুয়ারি ২০২৫, ০৫:৩৮

বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে বিপুল বিশ্বাস (৫২) নামের এক কৃষককে মারধর করেছে প্রতিপক্ষরা। বুধবার (৩০ ডিসেম্বর) রাত ১০ টার দিকে মোরেলগঞ্জ উপজেলার বড় হরিপুর গ্রামে নিজ ক্ষেতে ইদুর মারা ঔষধ দিতে গেলে হামলার শিকার হন তিনি। হাম গুরুত্বর আহত বিপুল বিশ্বাসকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে তার পরিবার। এ ঘটনায় আহত বিপুল বিশ্বাস বড় হরিপুর গ্রামের মৃত অতুল বিশ্বাসের ছেলে।

আহত কৃষকের ছেলে দেবাশিষ বিশ্বাস বলেন, বুধবার রাতে আমাদের বীজতলায় ইদুর মারার ঔষধ দিতে গিয়েছিলেন আমার বাবা। তখন পূর্ব থেকে ওৎপেতে থাকা একই এলাকার দিপক মাঝির নির্দেশে বিলাশ মিস্ত্রী, বিপুল মিস্ত্রী, শৈলেন মন্ডল, সুশীল সমাদ্দার, লিটন মন্ডল আমার বাবার উপর হামলা করে। হামলাকারীরা লোহার রড ও লাঠিসোটা দিয়ে আমার বাবাকে বেধরক মারধর করে। এতে আমার বাবার বাম চোখের উপর, ডান পায়ের নলায় কেটে যাওয়াসহ গুরুত্বর আহত হন।পরবর্তীতে আমার বাবাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। বাবার অবস্থা খুবই খারাপ, কি হবে জানিনা। আমার বাবার উপর হামলাকারীদের বিচার চাই।

মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন বলেন, মামলা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে কৃষক বিপুল বিশ্বাসের উপর এই হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের শাস্তির দাবি জানাই।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম বলেন, একটি মারধরের ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত