মোকামতলায় হাট ইজারাদের বিরুদ্ধে উস্কানীমুলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১ এপ্রিল ২০২২, ১৫:০২ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ২৩:৩১

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় হাট ইজারাদারের বিরুদ্ধে উস্কানীমূলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে মোকামতলা বন্দরে মোকামতলা ইউনিয়ন যুবলীগ ও সচেতন মোকামতলাবাসীর ব্যানারে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি মোকামতলা বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মোকামতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল হাসান আপেল সরকারসহ ফরিদুল ও তামিম এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের ও গত বুধবার মোকামতলা বন্দরে আয়োজিত মানবন্ধন থেকে উস্কানীমূলক বক্তব্যের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মোকামতলা বণিক সমিতির সভাপতি  মোশারফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক, আশরাফুল, আনোয়ার, আইনুল,মেহেদী হাসানসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশ শেষে মোকামতলা হাট ইজারাদার মাহমুদুল হাসান আপেল সরকার বলেন, কিছু স্বার্থন্বেষী মহল আমার ব্যবসায়িক ও রাজনৈতিক সুনাম নষ্ট করার জন্য আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত