মোংলা বন্দরে গরিব-দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ  

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ১৫:১২ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১৮:৫৮

ঈদ উপলক্ষে গরিব ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে বন্দর সদর দপ্তরের সামনে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা ১৫৫ জন গরিব ও দুস্থের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এর আগে, একই স্থানে মোংলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে মোংলা বন্দরে কর্মরত কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টটের ৭০০ শ্রমিক কর্মচারীদের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান।

এসব খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) মো. ইমতিয়াজ হোসেন, মোংলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সুলতান মাহমুদ ছাড়াও মোংলা বন্দরের বিভাগীয় প্রধানরা।

ঈদ উপলক্ষে প্রতিজনকে পোলাসহ ২ কেজি চাল, ২ প্যাকেট সেমাই, ২ লিটার তেল, ১ কেজি চিনি, ২ কেজি আটা, ১ কেজি মসুরের ডাল, ৫০০ গ্রাম গুড়া দুধ ও ১০০ গ্রাম কিসমিস বিতরণ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত