মেহেরপুর পৌর মেয়র ব্যক্তিগত উদ্যোগে হুইল চেয়ার প্রদান করলেন প্রতিবন্ধী অসহায় নারীকে
প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ০৯:৪৭ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৮:১০
মেহেরপুর পৌরসভার টিকা কেন্দ্রে টিকা দিতে গিয়ে চলাচলের জন্য হুইল চেয়ার পেলেন মেহেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম নামের এক প্রতিবন্ধী নারী। গত রবিবার (২৭ মার্চ) দুপুরের দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ব্যক্তিগত উদ্যোগে মরিয়ম-সুমন দম্পতিকে হুইল চেয়ার প্রদান করেন। একই সঙ্গে সন্তান সম্ভাবা মরিয়ম বেগমকে মিষ্টিমুখ করানোর পাশাপাশি তার সন্তান হওয়া পর্যন্ত সমস্ত ব্যয় ভার গ্রহণের ঘোষণা দেন।
হুইল চেয়ার প্রদানের পর গরীব অসহায় মানুষের সেবাই নিবেদিত প্রাণ পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, মেহেরপুর পৌরসভা একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা মূলত মানুষের সেবা দেয়ার জন্যই এখানে এসেছি। আপনাদের সকলের সহযোগিতা পেলে যে কোন মহৎ কাজ করা সহজ হবে। এ সময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, পৌর কাউন্সিলর সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। জানা গেছে, গত রবিবার দুপুরের দিকে প্রতিবন্ধী সুমন তার গর্ভবতী স্ত্রী প্রতিবন্ধী মরিয়মকে কোলে নিয়ে পৌরসভার টিকা কেন্দ্রে টিকা দিতে যান। বিষয়টি নজরে আসে মেয়র মাহফুজুর রহমান রিটনের। কথা হয় তাদের দুজনের সাথে। তাদের আকুতি ছিল অন্তত একটি হুইল চেয়ারের। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন তাদের কথা শুনে ¯^ল্প সময়ের মধ্যেই মরিয়ম দম্পতির জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে তাকে উপহার দেন। হুইল চেয়ার পেয়ে খুশি হন ওই দম্পতি। পরে পৌর মেয়র মরিয়মের গর্ভবতি হওয়ার খবর শুনে তাৎ¶ণিক তাকে মিষ্টিমুখ করান এবং মরিয়মের সন্তান হওয়া পর্যন্ত সমস্ত ব্যয় ভার বহন করার ঘোষণা দেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত